হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সৌদি আরব সফর করছেন। সেখানে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে তিনি যুদ্ধপরবর্তী গাজার শাসনব্যবস্থা নিয়ে আলোচনা করেছেন।
Advertisement সৌদি রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, সৌদির ধাহরান শহরে অনুষ্ঠিত ওই বৈঠকে দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিককরণের খসড়া চুক্তির সেমিফাইনাল সংস্করণ পর্যালোচনা করা হয়েছে, যা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সৌদি আরব সফর শেষে সুলিভানের ইসরাইলে যাওয়ার কথা রয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, এক সিনিয়র মার্কিন কর্মকর্তা গণমাধ্যমকে বলেছেন—
জ্যাক সুলিভান ও ক্রাউন প্রিন্স জেরুজালেম এবং রিয়াদের মধ্যে একটি স্বাভাবিককরণ চুক্তির মধ্যস্থতার জন্য দীর্ঘস্থায়ী মার্কিন প্রচেষ্টা নিয়ে আলোচনা হওয়ার কথা।
ওই মার্কিন কর্মকর্তা আরও বলেন, সুলিভান ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে দেখা করে রিয়াদে তার আলোচনার বিষয়ে আপডেট জানাবেন
এবং রাফাতে ইসরাইলের পরিকল্পিত সামরিক অভিযান নিয়েও আলোচনা হবে। এর আগে যুক্তরাষ্ট্র বলেছে, সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা চুক্তিনির্ভর করবে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিককরণের ওপর।
সূত্র: টাইমস অব ইসরাইল, রয়টার্স